বগুড়ায় তেলের পাম্পে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ছবি: সংগৃহীত

বগুড়া ধুনট উপজেলার সোনাহাটা বাজারের একটি অস্থায়ী তেলের পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ বিকেলে বেলা ৪টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বগুড়ার ২টি, গাবতলীর ২টি এবং ধুনটের ১টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।'

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা জানা যায়নি।

তেলের পাম্পে অবস্থানরত একটি তেলবাহী লরিতেও আগুন লেগেছে বলে জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক শিশির মন্ডল বলেন, 'আগুনের ঘটনায় পাম্পের মালিক নীরব ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'তেলের পাম্পে থাকা একটি লরি, একটি ট্রাক ও দুটি ট্রাক্টর পুড়ে গেছে। সেইসঙ্গে পাম্পের সাথে লাগোয়া একটি মেকানিকের দোকানও পুড়ে গেছে।'

Comments

The Daily Star  | English

AL leaders' houses, businesses smashed

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

2h ago