বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে আহত ৩২
বান্দরবান সদরের রেইসা এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ৩২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সিভিল সার্জন ডা. নয়ন সালাউদ্দীন দ্য ডেইলি স্টারকে জানান, আহতদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি ছয় জন এবং গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পর্যটক নিয়ে বান্দরবানে আসা বাসটি ফেরার পথে রেইসা চেকপোস্টের ২০০ গজ আগে ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ৫৫ যাত্রীর মধ্যে ৩২ জন আহত হন।
বান্দরবান জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এস এম আসাদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'বাস দুর্ঘটনায় আহত পর্যটকদের গুরুত্বের সঙ্গে সেবা দেওয়া হয়েছে। আহতদের অবস্থা দেখে কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
আহত কয়েকজন হলেন- উম্মে হানী (২৮), জিয়াবুন নাহার (৪৫), মৌসুমি আক্তার (২৮), নকি (৩), আরোয়া (৫), আবিরা (৪), মুন্না (২৬), তাজিন (৫), ওমর ফারুক (২৯), জান্নাতুল ফেরদৌস (৪০), ইমন (২৫), তাহেরা (৫২), মঈনুদ্দিন (৩৬), তাসলিমা আক্তার (৩৮)।
আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা সবাই আগ্রাবাদের বাসিন্দা বলে জানা গেছে।
খোঁজ পেয়ে দুর্ঘটনায় আহতদের দেখতে বান্দরবান সদর হাসপাতালে যান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন এবং পৌর মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম। আহতদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তারা।
Comments