১৬০০ টন সার নিয়ে কর্ণফুলীতে জাহাজ ডুবি, নিখোঁজ ১

জাহাজ ডুবি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সার বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় একজন নিখোঁজ আছেন।

আজ সোমবার সকালে চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাত ৯টা ৪০ মিনিটে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।'

তিনি জানান, জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক নিরাপত্তা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি।

বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।

'ডুবে যাওয়া জাহাজটিতে এক হাজার ৬০০ টন এমওপি (মিউরিয়েটেড অব পটাশ) সার ছিল,' উল্লেখ করে সাঁতরে তীরে উঠা জাহাজটির সুকানি মো. মাহমুদুল হাসান ছোটন ডেইলি স্টারকে বলেন, 'জোয়ারের সময় জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেলে অন্য জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে এর তলা ফেটে যায়।'

ডুবে যাওয়া জাহাজটির এক নিরাপত্তা কর্মী নিখোঁজ আছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

4h ago