ওয়াসার লাইনের কাজ করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন নামাপাড়া এলাকায় রাস্তা খুড়ে কাজ করার সময় গ্যাস পাইপ লিকেজ থেকে আগুনে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ৫ শ্রমিককে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তারা হলেন—সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সুপারভাইজার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, সকাল ৭টার দিকে তারা রাস্তা খুঁড়ে ওয়াসা লাইনের কাজ করছিলেন। সেসময় গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন এই ৫ জনের একজন গ্যাস লাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই আগুনের ফুলকিতে তাদের সবার শরীর কম-বেশি ঝলসে যায়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, মাটি খননের সময় বিস্ফোরণে ৫ জনের শরীরে বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছে। বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্তের জন্য ক্যান্টনমেন্ট থানাকে জানানো হয়েছে।
Comments