সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
সিলেট শহরের মীরাবাজার এলাকায় বিরতি সিএনজি রিফুয়েলিং স্টেশন | ছবি: শেখ নাসির/স্টার

সিলেট শহরের মীরাবাজার এলাকায় বিরতি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'কমপ্রেসার রুমের সেফটি ভালভ বিস্ফোরিত হলে মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।'

দগ্ধ ৯ জন হলেন—রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমন (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমেদ বলেন, 'আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্তের পরে ক্ষতির পরিমাণ বলা যাবে।'

সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পর্যন্ত রিফুয়েলিং স্টেশন বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

7h ago