অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ নিহত
লক্ষ্মীপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৬) নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৩টার দিকে জেলা শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিশ্চিত করেছেন।
মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ছিলেন।
তিনি লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। সবশেষ তিনি জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ উল্যাহর বড় ছেলে রাকিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবা রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।'
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম রনি ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতাল আনার আগেই তিনি মারা গেছেন। তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।'
ওসি মোসলেহ উদ্দিন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ির ধাক্কায় মারা গেছেন।'
Comments