চকরিয়ায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

চকরিয়ায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে টিপু সুলতান (২২) ও যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণ খালী এলাকার মো. আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।

আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র।

তিনি বলেন, সকালে কক্সবাজারমুখী একটি সিমেন্ট বোঝাই চলন্ত ট্রাকের পেছনে সরাসরি ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি। এতে বাসে থাকা ২ যাত্রী নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছে। গাড়ি ২টি জব্দ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

2h ago