মানিকগঞ্জ

ডোবায় ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের দৌলতপুরে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ২ জন হলো ওই গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে সৌরভ (৭) ও সমেজ মিয়ার মেয়ে জিনিয়া (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

২ শিশুর চাচা দুলাল হোসেন জানান, সৌরভ ও জিনিয়া স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুপুরের দিকে বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সঙ্গে তারা গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা ২ জন পানিতে ডুবে যায়।

কলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য গৌরাঙ্গ সরকার বলেন, 'পরিবারের সদস্যরা আধা ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে। বিকেলের দিকে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

3h ago