রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে৷ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় ইলিয়াস আলী (৩৫) ও নিলয় (২০) নামে আরও ২ দগ্ধ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট ৩ জন মারা গেলেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৪ শ্রমিক।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে ইলিয়াস ও আজ সকালে নিলয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, ইলিয়াসের শরীরে ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার 'আরআইসিএল স্টিল মিলে' লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে ৭ জন গুরুতর দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন।

ইলিয়াসের বড় ভাই মো. আলআমিন হোসেন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের ইতনা উপজেলায়। স্ত্রী স্বর্ণা আক্তার ও এক মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের পাগলা মধ্য রসুলপুরে থাকতেন ইলিয়াস। স্টিল মিলে বেশ কয়েক বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

এই ঘটনায় দগ্ধ অন্যরা হলেন, মো. জুয়েল (২৫), গোলাম রব্বানি রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫) ও আলমগীর (৩৩)।
 

Comments

The Daily Star  | English

JnU students on hunger strike in front of Secretariat

Urge authorities to give in writing that army will get the contract for construction of 2nd campus

6h ago