গুলিস্তানে বিস্ফোরণ

ভবনটিতে কেউ আটকে নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে ভিড় করে থাকা মানুষের মধ্যে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন নিখোঁজ কয়েকজনের স্বজনরা। ছবি: রাসেদ সুমন/স্টার

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় স্বজনরা এখন পর্যন্ত ৩ জনের নিখোঁজ থাকার দাবি করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বলছে, ভবনটিতে কেউ আটকা পড়েননি।

আজ বুধবার সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী দাবি করেন, 'আমরা যতটুকু জানি, এখন পর্যন্ত ভবনটিতে কেউ আটকে নেই। তারপরও আমরা ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করেছি। আর আমরা এখনো অভিযান সমাপ্ত করিনি।'

দুপুর ১টার দিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা যাবে না।'

'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে', তিনি যোগ করেন।

গতকাল বিকালে ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন।

নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে যারা কম আহত ছিলেন তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং গুরুতর আহত অন্তত ২০ জন এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

36m ago