সীতাকুণ্ড বিস্ফোরণ: অবহেলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি: রাজীব রায়হান

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন প্ল্যান্ট লিমিটেডের মালিক ও শীর্ষ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই দুর্ঘটনায় ৭ জন নিহত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, নিহত আব্দুল কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে গতকাল রাতে সিতকুণ্ড থানায় মামলাটি করেন।

আসামিরা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ উদ্দিন (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পী, ব্যবস্থাপক আবদুল আলীম, প্ল্যান্ট অপারেটর ইনচার্জ শামসুজ্জামান শিকদার, প্ল্যান্ট অপারেটর- খুরশিদ আলম, সেলিম জাহান, নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল উদ্দিন। কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং কর্মকর্তা সামিউল, সান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, রকিবুল ও রাজিব।

বাদী বলেন, কারখানা পরিচালনায় তাদের ইচ্ছাকৃত অবহেলার কারণে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

ওসি তোফায়েল আহমেদ বলেন, পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ মামলাটি তদন্ত করবেন।

 

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

5h ago