ঢালাই কাজে দুর্ঘটনায় পদ্মা সেতু রেল সংযোগের নির্মাণশ্রমিক নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতু রেল সংযোগের নির্মাণকাজ চলাকালে মিক্সার মেশিনের ফিতায় পেঁচিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে পদ্মা সেতু রেল সংযোগ লাইনের বেজগাঁও স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেজগাঁও এলাকায় নির্মাণাধীন রেল স্টেশনের ঢালাই কাজের সময় শ্রমিক মো. মফিজুল মিক্সার মেশিনের ফিতায় পেঁচিয়ে যান। অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যান। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, নিহত শ্রমিক মফিজুলের বাড়ি রংপুরে। তিনি ছনবাড়ী এলাকার আল-মদিনা মসজিদের সামনে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। মফিজুলের ২ ছেলে রয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহতের মরদেহ ঢাকায় রয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
Comments