যাত্রাবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল কিশোরের

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে বাসচাপায় মিরাজ হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তানভীর হোসেন জানান, সকালে গোলাপবাগ ফ্লাইওভারের মুখে রাস্তা পার হচ্ছিল ওই কিশোর। এ সময় তিশাপ্লাস নামের একটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে কিশোরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত মিরাজের খালু মো. ইউনুস আলী খান জানান, মিরাজের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তার বাবার নাম আকরাম হোসেন। মিরাজ সায়দাবাদ কেরানী গলিতে খালুর বাসায় থাকত। সায়দাবাদ জনপদ মোড়ে একটি গাড়ির গ্যারেজে কাজ করত সে।

তিনি আরও জানান, মিরাজের বাবা ঢাকায় বাস চালান। তার বাবা বাস নিয়ে গোলাপবাগ এলাকায় এসেছিলেন। খবর পেয়ে মিরাজ বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিল।

Comments

The Daily Star  | English
future of bangladesh after banning awami league

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

15h ago