চাঁপাইনবাবগঞ্জে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাওয়েল এলাকায় বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।     

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকা থেকে জিনিয়াস নামের একটি কোচিং সেন্টারের প্রায় ৭০ জন শিক্ষার্থী জেলার নাচোল উপজেলার স্বপ্নপল্লী পার্কে বনভোজনে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বাসটির একটি চাকা ফেটে যায় এবং বাসটি খাদে উল্টে যায়। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীরা সবাই শিবগঞ্জ উপজেলার মনাকষা ও দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা।

আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

34m ago