মনিরামপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
যশোরের মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামকুড় ফকির রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিধান চন্দ্র রায়ের (৫৪) বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার নরেন্দ্রপুর গ্রামে। তিনি পেশায় আইনজীবী ছিলেন।
আহতরা হলেন-মাইক্রোবাস চালক মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের লিটন হোসেন (৪৫), খুলনা শহরের শেখপাড়া বানিয়া খামার এলাকার মো. জোয়ার্দ্দার (৫৯) ও তার তিন বোন হোসনে আরা বেগম (৫২), শওকত আরা জোয়ার্দ্দার (৪৫) এবং জেলি জোয়ার্দ্দার (৪২)।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাইক্রোবাসটি যশোরে যাওয়ার পথে শ্যামকুড় ফকির রাস্তা মোড়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস যাত্রী বিধান চন্দ্র রায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সংক্রান্ত কাজে আইনজীবী বিধানকে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাসযোগে ৪ ভাই-বোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন।
জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, 'ঘটনাস্থল থেকে ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।'
Comments