ঢাকা মেডিকেলের কিডনি বিভাগে আগুন, ১০ মিনিট পর নিয়ন্ত্রণে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবনের চতুর্থ তলায় আজ রোববার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
আজ দুপুর ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভবনটির চতুর্থ তলায় কিডনি বিভাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩টা ৪ মিনিটে আগুন লাগে এবং ৩টা ১২ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আসে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের বাইরে এসি বক্সে আগুন লাগে। সেখান থেকে ধোয়া বের হয়। তখন কিছু মানুষ ছয় তলা থেকে নিচে নেমে আসে। এখানকার স্টাফ ও কর্মকর্তারা মিলে আগুন নির্বাচন করেছে। দুইটা এসি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।'
Comments