হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান (৩১) মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দুপুরে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যান। কোনো গাড়ি তাকে চাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামা নুর উদ্দিন সরদার জানান, যাত্রাবাড়ী ধলপুরে মায়ের সঙ্গে থাকতেন রাকিব। দুপুরে তারা খবর পান, ফ্লাইওভারের ওপর দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Will decide about my resignation by end of this week: Nahid

Information Adviser Nahid Islam today said he will take the decision regarding his resignation and joining a new political party by the end of this week

5m ago