হবিগঞ্জে কাভার্ডভ্যানচাপায় ২ ভাই নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানান, সোহাগ ও শুভ মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছার পর সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ২ জন আহত হন।

পরে স্থানীয়রা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী মারা গেছেন।'

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

39m ago