ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ডোবায়, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। ছবি: সংগৃহীত

রাজধানীর ধামরাইয়ে সিরামিক প্রস্ততকারক প্রতিষ্ঠানের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার কাউলিপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম।

তিনি জানান, কালামপুর এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা ৩ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ২ জন মারা যান এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে প্রতীক সিরামিকসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) আকরাম হোসেন সরকার ডেইলি স্টারকে বলেন, '৪০ জন শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে বাসটি কাউলিপাড়া-কালামপুর সড়ক হয়ে কারখানার দিকে আসছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এতে ২ জন শ্রমিক নিহত হন। আরও অনেকে আহত হয়েছেন।'

Comments