শাহজালালের ৩ নম্বর টার্মিনালে তেলবাহী গাড়ির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নম্বর গেটে তেলবাহী ট্যাংকলরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নম্বর গেটে তেলবাহী ট্যাংকলরিতে লাগা আগুন নিভেছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আগুন নির্বাপণ করা হয়। 

এর আগে সকাল ১০টা ১২ মিনিটে এই আগুনের ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'থার্ড টার্মিনালে একটি ট্যাংক লরি থেকে আরেকটিতে তেল নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ২ লড়িতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিট ছুটে আসে।'

তিনি বলেন, 'এখন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এয়ারপোর্ট কতৃপক্ষ এবং বিভিন্ন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে কেউ হতাহত হয়নি।'

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'থার্ড টার্মিনালের কাজে ব্যবহৃত তেল সরবরাহের কাজে নিয়োজিত একটি ট্রাকে আজকে আগুন ধরে যায়। এক ট্রাক থেকে তেল আরেক ট্রাকে লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এই আগুনের ঘটনা ঘটে৷ ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের। ট্রাকটিতে ২৭ হাজার লিটার ফুয়েল ছিল।'
 

Comments

The Daily Star  | English

Heatwave: Secondary schools, colleges in several districts closed tomorrow

All secondary schools, colleges, madrasas, and technical education institutions in several districts across the country including Dhaka, will be closed tomorrow due to the ongoing heatwave

45m ago