মহেশখালীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

কক্সবাজারের মহেশখালীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

মারা যওয়া ২ শিশু মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ার রিয়াজুল করিমের আড়াই বছর বয়সী মেয়ে তাহালিশা মনি ও একই এলাকার শফিউল আলমের সাড়ে ৩ বছর বয়সী মেয়ে আলিফা মনি।

শিশুদের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি প্রণব কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার পূর্ব ঘোনারপাড়ায় তাহালিশা মনি ও আলিফা মনিসহ স্থানীয় কয়েক শিশু নিজেদের বাড়ির উঠানে খেলছিল। এসময় তারা প্রতিবেশী মীর কাসেম আলীর বাড়ীর পুকুর পাড়ে যায়। এক পর্যায়ে আলিফা ও তাহালিশা পুকুরের পানিতে পড়ে যায়।'

তিনি আরও বলেন, 'ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ২ শিশুকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে তাদের মৃত্যু বিষয়ে স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ২ শিশুর মরদেহ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Comments