দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে এনা বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে পিকআপ চালক মো. খোরশেদ আলম (৩৮) এবং পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া এলাকার বাসিন্দা পিকআপের হেলপার মো. হাসান (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় একটি চট্টগ্রামগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে চালক ও হেলপারসহ পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মো. হাসানকে মৃত ঘোষণা করেন। অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।'

Comments

The Daily Star  | English

5 killed in Feni road crash

At least five people were killed and 10 injured when a lorry hit a pick-up in Feni’s Sadar upazila this evening

19m ago