ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মাঝে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ত্রিশাল থেকে বালিপাড়া যাওয়ার পথে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। 

 

Comments

The Daily Star  | English
What is Indian media’s gain in branding us as a Hindu-hating country?

What is Indian media’s gain in branding us as a Hindu-hating country?

What has shocked me is their refusal to fact-check what they are writing, broadcasting or televising—a basic duty of any journalist.

6h ago