বঙ্গোপসাগরে জাহাজডুবি: ৩ মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‌'এমভি সুলতান সানজানা' নামে একটি পাথরবোঝাই জাহাজডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো আরও ৩ জন নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আব্দুর রউফ।

তিনি জানান, কোস্টগার্ড ২ জনের ও নৌবাহিনী ১ জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ শনাক্তে সংশ্লিষ্টদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, বুধবার বিকেলে বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষে এমভি সুলতান সানজানা নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। এ ঘটনায় কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে জীবিত উদ্ধার করে। জাহাজটিতে থাকা অপর ৬ জন নিখোঁজের মধ্যে আজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৩ জনকে উদ্ধারে কোস্টগার্ড কাজ করছে।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago