দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

ঝালকাঠিতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। 
আহতদের উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঝালকাঠি-মঠবাড়িয়া সড়কে রাজাপুর সদর উপজেলার সমবায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মো. শহীদ খান (৪৫) ও একই উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন (৬০)।

এ দুর্ঘটনায় অটোরিকশা চালক আব্দুর রশিদ (৪৮) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালগামী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ মারা যান। স্থানীয়রা জাহাঙ্গীর ও রশিদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। 

ওসি পুলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Last-minute purchase: Cattle markets attract crowd but sales still low

Even though the cattle markets in Dhaka and Chattogram are abuzz with people on the last day before Eid-ul-Azha, not many of them are purchasing sacrificial animals as prices of cattle are still quite high compared to last year

3h ago