৪ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ময়মনসিংহে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর চর কালিবাড়ী শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোণা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে কিশোরগঞ্জ-চট্টগ্রাম-নেত্রকোনার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
উদ্ধার কাজ শেষে দুপুর ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান প্রকৌশলী নাজমুল হক।
উল্লেখ্য, একই রুটে গতকাল শনিবার দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের বগি একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার আড়াই ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
Comments