ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৪

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ২ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই গাড়ির চালকসহ ৪ জন আহত হয়েছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে আরিচাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেখানেই একজন মারা যান। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত এক জনের নাম সাব্বির। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার আলিয়াপাড়া গ্রামে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

তিনি বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Comments