বনানীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
ঢাকার বনানীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার যাত্রী মালতি রানী (৪৫) এবং তার ছেলে বিশ্বজিৎ (৩০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বনানী আর্মি স্টেডিয়াম সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে চালকসহ আহত ৩ জনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক চালক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম যাত্রীদের বরাত দিয়ে জানান, তারা এয়াপোর্ট থেকে অটোরিকশা নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতিতে চলছিল যানটি। আর্মি স্টেডিয়ামের সামনে আসলে পেছন থেকে কিছু একটা অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা ফুটপাতে গিয়ে পড়ে।
নিহত শহিদুলের বাড়ি যশোর সদর উপজেলার নূরপুর গ্রামে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
Comments