থাইল্যান্ডে নৈশক্লাবে আগুনে নিহত অন্তত ১৩

ছবি: ব্যাংকক পোস্ট থেকে নেওয়া

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে চনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলায় নৈশক্লাবে আগুনে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

আজ শুক্রবার সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় ভোর রাত ১টায় জনাকীর্ণ 'মাউন্টেন বি' নৈশক্লাবে আগুন লাগে।

নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী উল্লেখ করে এতে আরও বলা হয়, ভিডিও ফুটেজে একতলা ভবনটি থেকে ধোয়া বের হতে দেখা গেছে। পাশাপাশি, বাঁচার জন্য মানুষের আর্তচিৎকার শোনা গেছে।

ফ্লু তা লুয়াং এলাকার পুলিশ প্রধান ভুত্তিপং সোমজাই গণমাধ্যমকে বলেছেন, ধারণা করা হচ্ছে নিহতদের সবাই থাইল্যান্ডের নাগরিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ডিজে বুথের কাছে ২ বার বিস্ফোরণের শব্দ পান। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েন, আহত অন্তত ৪০ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

The Daily Star  | English

Trump slaps allies Japan, South Korea with 25% tariffs

He posted letters to the leaders of those countries on his social media platform, Truth Social, to this end

Now