বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়ন চায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সমুদ্রবন্দরে পণ্য রপ্তানির জন্য জাহাজে ওঠানো হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
শ্রীলঙ্কার সমুদ্রবন্দরে পণ্য রপ্তানির জন্য জাহাজে ওঠানো হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার মন্ত্রিসভা বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে সাপ্তাহিক মন্ত্রিসভা ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, 'নতুন বাণিজ্য চুক্তি করা সরকারের নীতিমালার অংশ এবং শ্রীলঙ্কাকে চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই নিশ্চিত করতে হবে, যে রপ্তানিকারকরা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।'

শ্রীলঙ্কা সম্প্রতি একটি আন্তর্জাতিক বাণিজ্য কার্যালয় প্রতিষ্ঠা করেছে, যাতে চীন ও থাইল্যান্ডের সঙ্গে স্তিমিত বা থেমে থাকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা নতুন করে শুরু করে যায় এবং ভারতের সঙ্গে ইতোমধ্যে সই হওয়া চুক্তি আরও সম্প্রসারিত করা যায়।

পাশাপাশি, নতুন করে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে এ ধরনের অগ্রাধিকারমূলক চুক্তি নিয়েও কাজ করবে এই কার্যালয়।

 

Comments

The Daily Star  | English

Try Hasina, Awami League

Families of the victims of enforced disappearances, extrajudicial killings, those killed and maimed in the July mass uprising yesterday demanded that ousted prime minister Sheikh Hasina and her party be brought to trial.

1h ago