গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে মনমোহন সিং
গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
তবে এই ৯২ বছর বয়সী রাজনীতিবিদকে কী কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Comments