পাঞ্জাবে স্বর্ণমন্দিরের সামনে শিখ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা

স্বর্ণমন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের অমৃতসরে শিখদের পবিত্র উপাসনালয় স্বর্ণমন্দিরের সামনে শিরোমনি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, আজ বুধবার স্বর্ণমন্দিরে 'ধর্মীয় অপরাধের শাস্তি' পালনের সময় সুখবীর সিং বাদলের ওপর এই হামলা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের নাম নারায়ণ সিং চৌরা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

সুখবীর সিং বাদল স্বর্ণমন্দিরের সামনে হুইলচেয়ারে বসে যখন 'ধর্মীয় অপরাধের শাস্তি' পালন করছিলেন, তখন তার পাশেই ছিলেন চৌরা। হঠাৎ তিনি বাদলকে গুলি করতে উদ্ধত হলে শিরোমনি আকালি দলের এক কর্মী তার হাত উপরে তুলে ধরেন। এতে গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বেঁচে যান এই শিখ নেতা।

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

1h ago