তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

তাজমহলে নিরাপত্তা প্রহরা। ছবি: রয়টার্স

ভারতের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মিত ১৭ শতকের অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ইমেইলে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিব আহমদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, হুমকি পাওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, একটি কুকুর স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

উত্তরপ্রদেশ পর্যটনের উপপরিচালক দীপ্তি ভাতসা জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই ইমেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশ ও এএসআইকে ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে।

তবে কারা এই হুমকি দিয়েছে তা জানায়নি পুলিশ।

Comments

The Daily Star  | English

Trump arrives at US Capitol for inauguration

He will be sworn in as the 47th president of the United States

1h ago