ভারতের ছত্তিশগড়ে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২৮ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অন্তত ৩৬ মাওবাদী নিহত হয়েছে।
প্রতীকী ছবি

ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অন্তত ২৮ মাওবাদী নিহত হয়েছে।

রাজ্য পুলিশের মহাপরিদর্শক (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ পি বলেন, অতি-বামপন্থী এই গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে শুক্রবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাজ্যের প্রানকেন্দ্র দান্তেওয়াড়া জেলার একটি জঙ্গলে এ অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে উভয়পক্ষের মধ্যে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়।

মহাপরিদর্শক জানান, মাওবাদীদের মোকাবিলায় রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও বিশেষ টাস্ক ফোর্স এই অভিযান পরিচালিত করে।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এর আগে জানিয়েছিলেন,  'বন্দুকযুদ্ধে' প্রায় ৩০ মাওবাদী নিহত হয়েছে।

এ নিয়ে এ বছর দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ ৭ জেলা নিয়ে গঠিত বাস্তার অঞ্চলে পৃথক 'বন্দুকযুদ্ধে' ১৮৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Comments