গুজরাটে বাজ পড়ে ২০ জনের মৃত্যু

বজ্রসহ বৃষ্টি। প্রতিকী ছবি: ডয়চে ভেলে/ভিশাল ভাটনগর/নুর ফটো/পিকচার অ্যালায়েন্স
বজ্রসহ বৃষ্টি। প্রতিকী ছবি: ডয়চে ভেলে/ভিশাল ভাটনগর/নুর ফটো/পিকচার অ্যালায়েন্স

ভারতের গুজরাট অঙ্গরাজ্যের জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাজ্যজুড়ে বজ্রসহ প্রবল বৃষ্টি হয়েছে।

বজ্রের আঘাতে মারা গেছেন ২০ জন।

বাজ পড়ে দাহোদে চার, ভারুচে তিন, তাপিতে দুই এবং আহমেদাবাদ, আমরেলি, বনাসকান্থা, বাতোদ, খে়ড়া, মেহসানা, পাঁচমহল, সবরকান্থা, সুরাত, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকায় একজন করে মারা গেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, গুজরাটের সুরাত, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ ও আমরেলিতে ১৬ ঘণ্টায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। ভারতে বিভিন্ন  জায়গায় বাজ পড়ে অনেকের মৃত্যু হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'গুজরাটের বিভিন্ন জেলায় বাজ পড়ে এতজনের মৃত্যু হওয়ায় আমি শোকার্ত। আমি মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ত্রাণের কাজ করছে।'

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

55m ago