মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ধসে নিহত ১৭

ভারতের মিজোরাম রাজ্যের একটি নির্মাণাধীন সেতু ধসে পড়লে ঘটনাস্থলেই ১৭ জন নির্মাণশ্রমিক নিহত হন। ছবি: মিজোরামের মুখ্যমন্ত্রীর টুইটার বার্তা থেকে নেওয়া
ভারতের মিজোরাম রাজ্যের একটি নির্মাণাধীন সেতু ধসে পড়লে ঘটনাস্থলেই ১৭ জন নির্মাণশ্রমিক নিহত হন। ছবি: মিজোরামের মুখ্যমন্ত্রীর টুইটার বার্তা থেকে নেওয়া

ভারতের মিজোরাম রাজ্যের একটি নির্মাণাধীন সেতু ধসে পড়লে ঘটনাস্থলেই ১৭ জন নির্মাণশ্রমিক নিহত হন।

আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, আরও বেশ কয়েকজন মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে।

তারা বলেন, 'সেতুটি ধসে পড়ার সময় সেখানে ৩৫ থেকে ৪০ জন নির্মাণশ্রমিক কাজ করছিলেন।'

মিজোরামের সাইরাং এলাকায় এই ঘটনা ঘটে। এটি রাজ্যের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার রুপি দেওয়ার নির্দেশ দেন মোদি।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তিনি মিজোরামের গভর্নর হরি বাবু কামহামপাতি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

12h ago