দিল্লির মেয়র নির্বাচন

আম আদমি-বিজেপি মুখোমুখি

মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) সদর ভবনে মেয়র নির্বাচন। ছবি: হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

চলতি বছরেই পর পর ৩ বার ব্যর্থ প্রচেষ্টার পর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় অবশেষে দেশটির রাজধানী দিল্লিতে মেয়র নির্বাচন হয়েছে।

আজ বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) সদর ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে দ্বন্দ্বের কারণে গত ৬ ও ২৪ জানুয়ারি এবং গত ৬ ফেব্রুয়ারি দিল্লির মেয়র নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়।

নির্বাচনে মেয়র পদে আম আদমি পার্টির প্রার্থী শেলি ওভেরয় ও ডেপুটি মেয়র প্রার্থী আলি মোহাম্মদ ইকবাল। বিজেপির মেয়র প্রার্থী রেখা গুপ্তা ও ডেপুটি মেয়র প্রার্থী কমল বাগরি।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দিল্লির এমপি ও এমএলএরা ছাড়াও প্রায় ২০০ নির্বাচিত কাউন্সিলর মেয়র নির্বাচনে ভোট দিয়েছেন।

এই প্রতিবেদন লেখার সময় ভোট গণনা চলছিল।

 

 

Comments