সিকিমে ট্রাক খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা নিহত

ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন।
একটি বাঁকের মুখে ট্রাকটি খাড়া ঢাল থেকে ছিটকে পড়ে। ছবি: সংগৃহীত

ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

এতে বলা হয়, সেনাবাহিনীর ৩টি ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনায় পড়েছে, যেটি সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে চলে গিয়েছিল। জেমা যাওয়ার পথে একটি বাঁকের মুখে ট্রাকটি খাড়া ঢাল থেকে ছিটকে পড়ে।

তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয় এবং আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেছেন, 'উত্তর সিকিমে দুর্ঘটনায় সেনা সদস্যদের প্রাণহানির বিষয়টি গভীর বেদনাদায়ক।  জাতি তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।'

Comments

The Daily Star  | English

The case of disgruntled DC aspirants

Restoring law and order hinges on the effectiveness of field administration where the DCs play a crucial role as the highest-ranking officials at the district level.

2h ago