গুজরাটে ঝুলন্ত সেতু ধস, নিহত বেড়ে ৯১
ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে এ পর্যন্ত ৯১ জন নিহত হয়েছেন। এখনো অন্তত ১০০ জন পানির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ আমলে গুজরাটের মোরবিতে নির্মিত এ সেতুটি গত সপ্তাহে মেরামত শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।
রোববার রাতে এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন লোক ছিল।
গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, 'গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিচ্ছে।'
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটেই আছেন বলে এনডিটিভি জানিয়েছে।
এক টুইটবার্তায় তিনি বলেন, 'মোরবির মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ বিষয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।'
'ত্রাণ ও উদ্ধার অভিযান পুরোদমে চলছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে,' বলেন তিনি।
নিহতদের অনেকেই নারী ও শিশু বলে স্থানীয়রা জানিয়েছেন। ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
এছাড়া, রাজ্য সরকার নিহতের পরিবারকে ৪ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেবে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মোরবি সেতুটি ব্রিটিশ আমলে নির্মিত একটি ঐতিহাসিক কাঠামো। গত ৬ মাস মেরামত ও সংস্কারের পর গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে সেতুটি পুনরায় চালু করা হয়।
Comments