বাদাম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের একটি মাঠে গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, বাদাম গাছ থেকে বাদাম ছাড়াতে ব্যস্ত নারী, পুরুষ ও শিশুরা। ছবি: শেখ নাসির/স্টার
এ বছর এই উপজেলায় বাদামের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। ছবি: শেখ নাসির/স্টার
গত বছরের বন্যায় উপজেলার বাদাম খেত পানিতে ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে নগদ অর্থ, সার ও উন্নত বীজ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মো. এরশাদ। এ বছর ১৭ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও তিনি জানান। ছবি: শেখ নাসির/স্টার
কৃষক মনির হোসেনসহ কয়েকজন জানিয়েছেন, বাদাম চাষে লাভবান হওয়ায় আগামীতে তারা আরও বেশি জমিতে বাদাম আবাদ করবেন। ছবি: শেখ নাসির/স্টার
প্রতি বিঘায় প্রায় ৭ মণ বাদামের ফলন হয়েছে, যা আগামীতে বাদাম চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে পারে। ছবি: শেখ নাসির/স্টার