কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪ পেলেন যারা

ছবি: সংগৃহীত

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪ পেয়েছেন পাঁচজন।

আজ শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার দেওয়া হয়।

ওই পাঁচজন হলেন—কবিতায় 'সতীতালয়' কাব্যগ্রন্থের জন্য অস্ট্রিক ঋষি, 'নির্বাচিত দেবদূত' গ্রন্থের জন্য কথাসাহিত্যে সাজিদ উল হক আবির, প্রবন্ধ, গবেষণা ও নাটক শাখায় 'শতবর্ষে চা শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১' গ্রন্থের জন্য মুহাম্মদ ফরিদ হাসান, মুক্তিযুদ্ধ ও বিপ্লব শাখায় 'একাত্তরে অবরুদ্ধ দিনের দুঃসাহস : সাগাই ফোর্ট এস্কেপ' গ্রন্থের জন্য স্বরলিপি এবং শিশু সাহিত্যে তিলকুমারের যাত্রা গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন নিয়াজ মাহমুদ। অস্ট্রিক ঋষি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

বেঙ্গল ফাউন্ডেশনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আজকের এই অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান। আজকে যারা পুরস্কার পেলেন তাদের নতুন যাত্রা শুরু হলো। আশা করছি তারা এই পুরস্কারের সম্মান রাখবেন। সাহিত্য চর্চার প্রবাহমানতা বজায় রাখবেন। পাঠকদের ও দায়িত্ব রয়েছে, তারাই সাহিত্যের প্রধান পৃষ্ঠপোষক। আমি আশা করি এ ধরনের আয়োজন শুধু লেখকদের নয়, আরও ভালো পাঠককে উজ্জীবিত করবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাসরুর আরেফিন এবং কালি ও কলমের প্রকাশক আবুল খায়েরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গানের দল ও কৃষ্ণকলি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহ প্রদান ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম ২০০৮ সাল থেকে প্রতিবছর 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার' দিয়ে আসছে। এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। পুরস্কারটির অর্থমূল্য দুই লাখ টাকা। এ বছরের জানুয়ারিতে পুরস্কারের জন্য বই আহ্বান করা হয়। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা, মুক্তিযুদ্ধ ও বিপ্লব এবং শিশু-কিশোর সাহিত্য—এই পাঁচ বিষয়ে বই জমা নেওয়া হয়েছে। বই জমা দেওয়ার পর স্বনামখ্যাত বিজ্ঞ বিচারকদের পর্যবেক্ষণ-পর্যালোচনার ভিত্তিতে শ্রেষ্ঠ গ্রন্থগুলো নির্বাচিত হয়।

Comments