নিউ আমেরিকান ভয়েসেস অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় শাহনাজ হাবিব
যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় লেখক শাহনাজ হাবীব তার নন-ফিকশন এয়ারপ্লেন মোড বইয়ের জন্য ২০২৪ সালের নিউ আমেরিকান ভয়েস অ্যাওয়ার্ড জিতেছেন।
প্রতিবছর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন রিসার্চ ইনস্টিটিউট অভিবাসী লেখকদের এই পুরস্কার দেয়। পুরস্কারের অর্থমূল্য হিসেবে পাঁচ হাজার ডলার পাবেন শাহনাজ হাবীব। এ বছর পুরস্কারের জন্য জুরি বোর্ডে ছিলেন মারিয়াম জেএ চ্যান্সি, ভিভি গণেশনান্থন এবং করিন তানাবেকে নিয়ে গঠিত।
শাহনাজ হাবীব ছাড়াও ফাইনলিস্ট আরও দুইজনকে এবার পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন, প্রাইভেট ইকুইটি: এ মেমোয়ের বইয়ের লেখক ক্যারিয়ে সান এবং দ্য সানস অব এল রে বইয়ের লেখক এলেক্স প্সিনোজা প্রত্যেকে এক হাজার ডলার করে পাবেন।
Comments