মারা গেলেন কথাসাহিত্যিক শহীদ আখন্দ

ছবি: প্রথম আলো

পঞ্চাশের দশকের বরেণ্য কথাসাহিত্যিক শহীদ আখন্দ মারা গেছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাতে  ঢাকার মোহাম্মদপুরে মারা যান তিনি।

শহীদ আখন্দ ১৯৪৭ সালে বাংলা ভাগের দুই দশক পর লেখালেখি শুরু করেন। তার বিখ্যাত উপন্যাস 'পান্না হলো সবুজ', শহুরে মধ্যবিত্তের জীবনকে তোলে ধরে লেখা।

৯০ বছর বয়সী এই লেখক শহীদ আখন্দ দীর্ঘদিন যাবত দৃষ্টিশক্তি হারিয়ে নিঃসঙ্গ অবস্থায়, লোকচক্ষুর আড়ালে নিভৃতে ঢাকার মোহাম্মদপুরে থাকতেন। শহীদ আখন্দ অনুবাদক ও কথাসাহিত্যিক ছিলেন। জ্যঁ পল সার্ত্রের বই অনুবাদ করেছেন তিনি। তার হাতে অনূদিত হয়েছে সিরাতে রাসুলুল্লাহ (সা.)–এর মতো বই। 

১৯৭৮ সালে ছোটগল্পের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তার উপন্যাস 'ভেতরের মানুষ' অবলম্বনে একটি নাটক বিটিভিতে সম্প্রচার করা হয়।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- পাখির গান বনের ছায়া (১৯৭০), দুদণ্ড শান্তি (১৯৭১), একদা এক বসন্তে (১৯৮৪), সেই পাখি (১৯৮৬), আপন সৌরভ (১৯৮৬) ও কখন কে জানে (১৯৯৫)।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

7h ago