‘বৈষম্য মুক্তির জন্য কবিতা’ শীর্ষক জাতীয় কবিতা উৎসব ফেব্রুয়ারিতে

‘বৈষম্য মুক্তির জন্য কবিতা’ শীর্ষক জাতীয় কবিতা উৎসব ফেব্রুয়ারিতে, ছবি: স্টার

'বৈষম্য মুক্তির জন্য কবিতা' শীর্ষক  জাতীয় কবিতা উৎসব  আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক মোহনায় অনুষ্ঠিত হবে। পূর্বের কমিটির সঙ্গে থাকা নেতাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ এবং তাদের দুর্নীতির তদন্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান ও সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন কবি মতিন বৈরাগী, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ, কবি শাহীন রেজা প্রমুখ।

মোহন রায়হান বলেন, আমরা গভীর উদ্বেগ ও বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, নব্বইয়ের স্বৈরাচার ও অগণতান্ত্রিক সরকারবিরোধী আন্দোলনের পটভূমিকায় জন্ম নেওয়া জাতীয় কবিতা পরিষদ ২০২৪ ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও ছাত্রজনতার নৃশংস ও নজিরবিহীন হত্যাকাণ্ডে প্রকাশ্যে মদদ দিয়েছে। তারা জাতীয় কবিতা পরিষদের নাম-পরিচয় ব্যবহারের সমস্ত যোগ্যতা হারিয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৪ তারিখে প্রতিষ্ঠাকালীন সংগঠকদের নেতৃত্বে কবি ও কবিতা প্রেমিদের নিয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কবিতা পরিষদের প্রতিষ্ঠার পটভূমি ও পরবর্তী সময়ে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কার্যকলাপ পর্যালোচনা করে, স্বৈরাচার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠনটিকে আর কোনো স্বৈরাচারের তল্পিবাহক প্রতিষ্ঠানে রূপান্তরিত না করার দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে বর্তমান নেতৃত্বকে প্রতিষ্ঠাকালীন আদর্শ ও লক্ষ্যে কাজ করবে।

Comments

The Daily Star  | English

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago