ক্যারিয়ার গঠনে পড়তে পারেন এই ৫ আত্ম-উন্নয়নমূলক বই

বই পড়া
ছবি: সংগৃহীত

হাজারো রকম সিদ্ধান্ত নেওয়া আর বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে অনেকেই নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তায়  পড়ে যান। যারা ক্যারিয়ার শুরু করছেন, পরিবর্তনের চিন্তা করছেন অথবা নিজের ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন- সবার জন্যই একটি পথনির্দেশনা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেলফ-হেল্প বা আত্ম-উন্নয়নমূলক সাহিত্য পড়ার জন্য আপনাকে সবসময় বই পড়ার মধ্যে থাকতে হবে না বা এ সম্পর্কে খোঁজ রাখতে হবে না। যারা নিজেদের ক্যারিয়ারে এ ধরনের সাহায্যের জন্য বই খুঁজছেন তাদের জন্যেই সহজ ভাষায় এই বইগুলো লেখা হয়। এখানে ৫টি জনপ্রিয় আত্ন-উন্নয়নমূলক বই সম্পর্কে জানাব, যা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করবে।

দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেকটিভ পিপল- স্টিফেন আর কোভি

এই বইটিতে ব্যক্তিগত দক্ষতা এবং কর্মক্ষেত্রে উন্নতি সাধনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। স্টিফেন আর কোভি এই বইতে সফলতা অর্জনের জন্য সাতটি অভ্যাস গঠনের কথা বলেছেন। তিনি চরিত্রের বিকাশ, নিজের অগ্রাধিকার ঠিক করা ও সক্রিয় থাকার কথা বলেছেন, যা আমাদের সফল হয়ে সাহায্য করবে। সাতটি অভ্যাসের মধ্যে রয়েছে- সবসময় সক্রিয় থাকা, ভবিষ্যতের কথা ভেবে কাজ শুরু করা, ঠিক সময়ে ঠিক কাজ করা, উভয় দিকের ভালো চিন্তা করা, প্রথমে শোনা তারপর নিজের মতামত প্রদর্শন করা, সবাই মিলে একসঙ্গে কাজ করা এবং নিজেকে ঠিক রাখা।

হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল- ডেল কার্নেগি

ডেল কার্নেগির এই বিখ্যাত বইয়ে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি, মানুষকে প্রভাবিত করা এবং মানুষের সঙ্গে আরো কার্যকভাবে যোগাযোগ করার কথা বলা হয়েছে। এই বইটির একটি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি হল, 'দুই বছর ধরে মানুষকে আপনার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা না করে দুই মাস মানুষের প্রতি আগ্রহ প্রদর্শন করলে আপনি বেশি বন্ধু বানাতে সক্ষম হবেন।'

এখান থেকে আমরা বুঝতে পারি যে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের প্রতি আগ্রহ প্রকাশ করাই এরকম সম্পর্ক গড়ে তোলার  মূল উপায়।

ডিজাইনিং ইয়োর লাইফঃ হাউ টু বিল্ড এ ওয়েল-লিভড, জয়ফুল লাইফ- বিল বার্নেট এবং ডেভ ইভানস

একটি পরিপূর্ণ এবং আনন্দময় জীবন তৈরি করতে জীবনে সহজ কিছু নীতি কীভাবে প্রয়োগ করতে হয় এই বই তাই শেখায়। লেখক বিল বার্নেট এবং ডেভ ইভানস শিখিয়েছেন যে, জীবন শুধু একটিই নির্দিষ্ট পথে অগ্রসর হওয়া নয়, বরং অনেক রকম অভিজ্ঞতা নেওয়ার একটি সুযোগ। তারা পাঠকদের শিখিয়েছেন কীভাবে অনুশীলন এবং নিজেদের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে তারা নিজেদের চাহিদা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তারা নিজেদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন পরিস্থিতি সামলাতে পারেন। এই বইয়ের মূল কথা হলো একটি আনন্দময় জীবন গড়ার প্রথম ধাপ হিসেবে সবসময় নিজেকে সব জায়গায় উপস্থিত রাখা।

ডিপ ওয়ার্কঃ রুলস ফর ফোকাসড সাকসেস ইন এ ডিসট্রাকটেড ওয়ার্ল্ড- ক্যাল নিউপোর্ট

এই বইয়ের একটি উদ্ধৃতি হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা ক্রমশ বিরল হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আমাদের অর্থনীতিতে এটি অনেক মূল্যবান একটি দক্ষতা হয়ে উঠছে। ক্যাল নিউপোর্টের এই বইয়ে অমনোযোগী না হয়ে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে যা সর্বোচ্চ ফলাফল পেতে এবং সফলতার দিকে এগিয়ে যেতে সহায়তা করে। বর্তমান বিশ্বে কাজে মনোযোগী হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ দক্ষতা হয়ে উঠেছে।

লিন ইনঃ ওয়েমেন, ওয়ার্ক, অ্যান্ড দ্য উইল টু লিড- শেরিল স্যান্ডবার্গ এবং নেল স্কোভেল

নারীদের কেন্দ্র করে লেখা এই বইতে খুব সহজ একটি প্রশ্ন করা হয়েছে যে, 'ভয় না পেলে আপনি কী কী করতেন?' এই বইয়ের মূল উদ্দেশ্য হল নারীদের তাদের স্বপ্ন বা লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করা এবং নিজের ক্যারিয়ার ও বাড়িতে নেতৃত্বের ভূমিকা পালন করতে উৎসাহ দেওয়া। নিজেদের শঙ্কা ও দ্বিধা যা নারীদের পিছিয়ে রেখেছে সেগুলো মোকাবিলা করে নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা বলা হয়েছে এখানে। স্যান্ডবার্গ বলেছেন, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে নিজের আত্মবিশ্বাসকে আলিঙ্গন করে, কঠিন পদক্ষেপ নিয়ে, নেতৃত্বের ভূমিকা নিয়ে এগিয়ে যেতে হবে নারীদের।

 

Comments

The Daily Star  | English

Hasina regime silenced media

Chief Adviser's Press Secretary Shafiqul Alam yesterday said steps must be taken to ensure that no one can directly interfere with the media in the future like it was done during the ousted Sheikh Hasina government.

2h ago