গয়না শিল্পীদের অভিজ্ঞতা নিয়ে ‘স্যাকরার তাঁতী বাজার’
তাঁতী বাজারের গয়না শিল্পী, স্যাকরাদের ঐতিহ্যবাহী শিল্প ও গয়নার প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর দ্বীপ গ্যালারিতে।
গয়না শিল্পী, উদ্যোক্তা ও প্রশিক্ষক তাহমীনা শৈলী তার এক দশকের কাজের অভিজ্ঞতায় তাঁতী বাজারকেন্দ্রিক শিল্পী ও কারিগরদের কাজকর্ম ও গয়না শিল্পের অনেক অজানা তথ্য তুলে ধরেছেন এ প্রদর্শনীতে।
গয়নার কারিগরদের অভিজ্ঞতা, জীবন সংগ্রামও উঠে এসেছে প্রদর্শনীতে।
গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
প্রদর্শনীতে এসে দেশের প্রবীণ গয়না শিল্পী নাজিম আহমদ বলেন, 'তাঁতী বাজারের কারিগররা যে মনোযোগ, ভালোবাসা আর শ্রম দিয়ে কাজ করে যাচ্ছেন, তা এই প্রদর্শনীর মাধ্যমে ভালোভাবে ফুটে উঠেছে। তবে দিনদিন গয়নার কারিগরের সংখ্যা কমে যাচ্ছে। আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। নতুন ছেলেমেয়ে বেশি সংখ্যায় এ পেশায় এলেই গয়নাশিল্প মর্যাদা নিয়ে টিকে থাকবে।'
প্রদর্শনীর আয়োজক তাহমীনা শৈলী বলেন, 'এ প্রদর্শনী শুধু গয়নার সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত নয়। এটি একইসঙ্গে তাঁতী বাজার তথা দেশের এ শিল্পের সব কারিগরদের জীবনের গল্প, তাদের কঠিন পরিশ্রমের খণ্ডচিত্র। গয়না শিল্পীরা যেন এ বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন এ লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।'
গয়নাপ্রেমী ও শিল্প গবেষকদের জন্য 'স্যাকরার তাঁতী বাজার' প্রদর্শনীটি একটি বিরল অভিজ্ঞতা।
Comments