‘খুব দেরি হওয়ার আগে’ ইরানের উচিত সমঝোতায় আসা: ট্রাম্প

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান জয়ী হচ্ছে না। 'খুব দেরি হওয়ার আগে' তাদের আলোচনায় ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনের জানিয়েছে কানাডায় জি-সেভেন শীর্ষ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

'তাদের একটি চুক্তি করতেই হবে এবং এটি উভয়পক্ষের জন্যই বেদনাদায়ক। তবে আমি বলবো ইরান এই যুদ্ধে জিতছে না, তাদের কথা বলা উচিত। খুব দেরি হওয়ার আগেই তাদের অবিলম্বে কথা বলা উচিত,' বলেন ট্রাম্প।

এদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানাতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছে ইরান। চার দিন ধরে চলা যুদ্ধ শেষ করার এটি একমাত্র উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ 'বিজয়ের পথে' রয়েছে।

'যদি প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিতে সৎ এবং এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী হন, তাহলে পরবর্তী পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ,' ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-হ্যান্ডেলে লিখেছেন।

'ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে এবং আমাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হলে আমাদের প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। নেতানিয়াহুর মতো কাউকে দমন করতে ওয়াশিংটন থেকে একটি ফোন কলই যথেষ্ট।'

রয়টার্সকে সূত্র জানিয়েছে, তেহরান কাতার, সৌদি আরব ও ওমানকে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে বলেছে—যাতে তিনি ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রভাবিত করেন। বিনিময়ে ইরান পারমাণবিক আলোচনায় নমনীয়তা দেখাবে বলে ইরানের দুইজন নাগরিক এবং তিনজন আঞ্চলিক সূত্র জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

11h ago