ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

শনিবার ভোরে পাকিস্তানের ভেতরে একাধিক বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
সামরিক বাহিনীর বরাতে বৈঠক ডাকার কথা নিশ্চিত করে রয়টার্স জানায়, বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ এই সংস্থাটি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত সিদ্ধান্তসহ নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করে।
পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলছে। গত বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়াদিল্লির ভাষ্য, কাশ্মীরের পেহগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জবাবে তারা পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। এর পর থেকে দফায় দফায় পাকিস্তান থেকে ভারতে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আজ ভোরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিসহ অন্তত তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ। এর জবাবে অপারেশন 'বুনিয়ান-উন-মারসুস' শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান।
Comments