বছরের মাঝামাঝি ইরানে হামলা করতে পারে ইসরায়েল: ওয়াশিংটন পোস্ট

মার্কিন গোয়েন্দা সংস্থা, ইরান, ওয়াশিংটন পোস্ট, ইসরায়েল, পারমাণবিক কর্মসূচি, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প,
রয়টার্স ফাইল ফটো

মার্কিন গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে, এ বছরের মাঝামাঝি নাগাদ ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বুধবার একাধিক গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

'বাইডেন প্রশাসনের শেষ ও ট্রাম্প প্রশাসনের শুরুর একাধিক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দিতে পারে। এতে এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়বে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হবে,' জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। হোয়াইট হাউসও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরায়েল সরকার, সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অবশ্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না'।

'যদিও তিনি ইরান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে ইচ্ছুক, তবে ইরান ইচ্ছুক না হলে তিনি হয়তো অপেক্ষা করবেন না,' ওয়াশিংটন পোস্টকে বলেন হিউজেস।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জানুয়ারির শুরুর দিকে বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং এটি জয়েন্ট চিফস অব স্টাফ ও গোয়েন্দা অধিদপ্তর তৈরি করেছিল।

এতে সতর্ক করা হয়েছে যে, ইরানের ফোরডো ও নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের সঙ্গে জড়িত বর্তমান ও প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল অক্টোবরে বোমা হামলা চালিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে এবং দেশটিতে পরবর্তী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

তবে এসব কর্মকর্তার নাম প্রকাশ করেনি ওয়াশিংটন পোস্ট।

এর আগে, গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে ব্যাপক উত্তেজনার মধ্যে গত বছর ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছিল।

এদিকে সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে একটি চুক্তিকে গুরুত্ব দেবেন। তিনি বিশ্বাস করেন, ইরান সশস্ত্র সংঘাতের পরিবর্তে চুক্তি করতে আগ্রহী হবে।

ট্রাম্প আরও বলেন, 'সবাই মনে করে, আমাদের সাহায্য নিয়ে বা আমাদের অনুমোদনে ইসরায়েল তাদের ওপর বোমা হামলা চালাবে। কিন্তু আমি চাইব না এমন কিছু ঘটুক।'

প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে একটি চুক্তি নিয়ে আলোচনা করেছিল। কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উৎসাহে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর ২০১৮ সালে তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন তিনি।

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে, ইরান তখন থেকে তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানুয়ারিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলেছিলেন, পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর উপায় খুঁজতে জেনেভায় ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বৈঠক করেছে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

Now