অশীতিপরদের জন্য ‘টেকনো ডান্স’ পার্টি
বেলজিয়ামের এক সংস্থা সম্প্রতি এক অভিনব পার্টির আয়োজন করেছে। ন্যুনতম ৮০ বছর বয়সী, অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের 'টেকনো ডান্স' পার্টিতে নিয়ে গেছে এই মানবিক সংস্থাটি।
কেয়ার হোমে বাস করা এই ব্যক্তিদের অনেকে বিষয়টি পছন্দ করেছেন, আর অনেকে বিষয়টি উপভোগ করেননি ৷ বয়স্কদের জীবনে আনন্দ এনে দিতে কাজ করে ওই সংস্থা ৷
পার্টিতে যাওয়ার আগে সেজেগুজে তৈরি হওয়া রিয়া পঁশেলে অঁন্দ্রের জন্য নতুন নয় ৷ তবে কেয়ার হোমের এই বাসিন্দা ৮৮ বছর বয়সে একটি টেকনো উৎসবের আমন্ত্রণ পাবেন, তা ভাবেননি ৷
তিনি বলেন, 'হ্যাঁ আমি পার্টিতে যেতাম ৷ একটি বল-এ আমার স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল ! ঐ যুগে আপনাকে লং ড্রেস পরতে হতো !'
ব্রাসেলসে চার সন্তানকে বড় করেছেন রিয়া ৷ একটি আর্ট গ্যালারিও চালিয়েছেন ৷ এখন এই বয়সে নতুন অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনা কমই থাকে বলে মত দিন তিনি।
কেয়ার হোমের কর্মী সোনিয়া ফ্লোয়মঁ বলেন, 'আগে তারা আনন্দে জীবন কাটিয়েছেন, কিন্তু এখন কেয়ার হোমে থাকছেন ৷ বাইরে যাওয়ার অভ্যাস তাদের হারিয়ে গেছে ৷ অনেকে আর বাইরে যেতে চান না।'
তবে আজ তারা শহরে যাচ্ছেন ৷ রিয়াসহ অন্যরা ডে ট্রিপের প্রস্তুতি নিচ্ছেন ৷ স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান 'পাপি বুম' এই অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ তারা বয়স্ক মানুষদের আনন্দ দিতে চান ৷
সেদিনের গন্তব্য ছিল ফ্লোবেক শহরের একটি ডান্স মিউজিক উৎসব৷
আগে এমন এক ডে ট্রিপের কথা শুনে উৎসবের আয়োজকরা রিয়াদের আমন্ত্রণ জানায় ৷ উৎসবস্থলে উপস্থিত হওয়ার পর রিয়া ও সঙ্গীরা ডান্সফ্লোর মাতানো শুরু করেন ৷
পার্টি বেশ উপভোগ করেছেন রিয়া ৷ তিনি বলেন, 'কেয়ার হোমকে আমি লিখে জানাবো, বিষয়টা দারুণ ছিল, সবাই খুব বন্ধুবৎসল ছিলেন ৷ মনে হচ্ছে, বয়স ২০ বছর কমে গেছে! '
বয়স্করা দ্রুতই তরুণদের মন জয় করে নেন ৷ এক তরুণী বললেন, 'আমি নিশ্চিত, আমিও তাদের বয়সে এখানে নাচবো ৷'
আরেকজন বললেন, 'এটি সত্যিই বিভিন্ন প্রজন্মকে একত্রিত করেছে !'
তবে রিয়ার সব সঙ্গী পার্টি উপভোগ করেননি ৷ যেমন কোকো বলেন, 'মিউজিক একেবারেই আমার বিষয় নয় ৷ অনেক বেশি "বুম, বুম, বুম" শব্দে মাথা ধরে গেছে ৷'
ট্রিপ পরিকল্পনাকারীদের সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয়েছে ৷ ইভেন্টের আগে তারা প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন যেন উৎসব চলাকালীন কোনো সমস্যা হলে সামাল দেওয়া যায় ৷
পাপি বুমের প্রতিষ্ঠাতা ইউসেফ কাডার বলেন, 'ঝুঁকি যেন অনেক বেশি না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে ৷ আমরা চাই তারা যেন সুস্থ শরীরে কেয়ার হোমে ফিরে যেতে পারেন৷ সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত নিয়ে যেতে পারেন৷ বয়স্করাও আনন্দ করতে পারেন! তারা নতুন কিছুর অভিজ্ঞতা নিতে চান৷ আমি তাদের সহায়ক হতে চাই৷'
ইউসেফের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে বয়স্কদের জন্য স্পিড ডেটিং ইভেন্ট এবং তাদের নাইট ক্লাব ও কনসার্টে নিয়ে যাওয়া৷
রিয়া বলছেন, তিনি অবশ্যই পরের ট্রিপগুলোতেও অংশ নেবেন৷ তিনি বলেন, 'আমি যখন আমার ছেলেদের এটা সম্পর্কে বলবো, তারা বিশ্বাস করবে না৷ তারা মনে করবে, আমি পাগল হয়ে গেছি! জীবনে সবসময় আনন্দ দরকার, ফুর্তিতে থাকা দরকার৷'
Comments